যে আমার অধিকারেই ছিল না,
তার হাত ধরা কোনো দাবিও তো ছিল না আমার।
তবু ভালোবেসেছিলাম,
তুমি ছিলে জীবনের এক অসমাপ্ত কবিতা,
যার প্রতিটি পঙক্তি আমি হৃদয়ের কালি দিয়ে লিখেছিলাম।
আজ মুক্তি দিলাম—
নাহ, কোনো অভিমানে নয়,
বরং এক গোপন প্রার্থনার মতো,
যা চুপিচুপি হাওয়া হয়ে গেছে আকাশে মিলিয়ে।
পৃথিবীর যত পথ, যত বাঁক,
সবই তো তোমার জন্য খোলা রেখেছি আমি।
চলে যাও, ঘুরে দেখো, খুঁজে নাও তোমার চাওয়া,
যদি কোথাও, কোনোদিন
তুমি তোমার ভালোবাসা খুঁজে পাও,
তবে থেমো না, ভালোবাসো তাকে নিঃসংকোচে।
কেবল একটুখানি অনুরোধ—
মুছে দিও সেই সব পদচিহ্ন
যা তুমি রেখে গিয়েছিলে কারও বুকের ‘পর,
ভালোবাসার
যা আজও রাতের ঘুম কেড়ে নেয়।
যে ভালোবাসা প্রাপ্তির নয়,
সে হোক না অন্তত মুক্তির…
© আলম