পাতায় পাতায়

ভালো থাকি পাতায় পাতায়
উড়ে চলি পাখির ডানায়
মন ছুটে কোন অজানায়
মেঘের সাথে কোথা হারায়।

বেঁচে থাকি পাতায় পাতায়
আকাশের ঐ নীল সীমানায়
ভেসে চলি সবুজ ভেলায়
গাছ ও পাখির নতুন ডানায়।

সুখে থাকি পাতায় পাতায়
আগে ছিলাম সেই অবহেলায়
এখন আছি নতুন পাখায়
ভালো আছি সবুজ পাতায়।

জেগে থাকি পাতায় পাতায়
ভোরের ঘাসে নতুন হাওয়ায়
মানুষের জীবন কি পায়
আশা নিয়ে ঘুরে বেড়ায়।

অলিউর রহমান রাজিব
মিরপুর ঢাকা
০৮.০৭.২২