
পাতা ঝরা’র দিন!

পাতারা ঝরে
পাতারা পড়ে,
ঝরাপাতা পড়াপাতা
মাড়িয়ে
দাঁড়িয়ে, যেন মৌনতা!
পাতাগুলি ডালখুলি
গড়িয়ে
ছড়িয়ে, কেন গৌনতা?
মানিক
২০ ফাল্গুন ১৪২৮,ভরদুপুর
Posted by QMA Quorashi | Mar 5, 2022 | POEM | 1 |
পাতারা ঝরে
পাতারা পড়ে,
ঝরাপাতা পড়াপাতা
মাড়িয়ে
দাঁড়িয়ে, যেন মৌনতা!
পাতাগুলি ডালখুলি
গড়িয়ে
ছড়িয়ে, কেন গৌনতা?
মানিক
২০ ফাল্গুন ১৪২৮,ভরদুপুর
পাতারা ঝরে
মরমর করে
কথা কয়
কানে কানে
ঘুঘু পাখির সনে