Select Page

পাতা ঝরা’র দিন!

পাতা ঝরা’র দিন!

পাতারা ঝরে
পাতারা পড়ে,

ঝরাপাতা পড়াপাতা
মাড়িয়ে
দাঁড়িয়ে, যেন মৌনতা!
পাতাগুলি ডালখুলি
গড়িয়ে
ছড়িয়ে, কেন গৌনতা?

মানিক
২০ ফাল্গুন ১৪২৮,ভরদুপুর

About The Author

1 Comment

  1. Md Khorshed Alam

    পাতারা ঝরে
    মরমর করে
    কথা কয়
    কানে কানে
    ঘুঘু পাখির সনে