……..পাখি
হুম
কি করো?
অপেক্ষা।
তাই?
হুম।
আর কি করো?
বৃষ্টি দেখি আর ভাবি।
কি?
কতোই না কিছু।
ভালোবাসা কি
শ্বাস বা দীর্ঘশ্বাস?
মানে?
ঘুম ভাঙলে প্রথম যে শ্বাস, হয় সেটা শ্বাস বা দীর্ঘশ্বাস
এ এক যুদ্ধ নিজের সাথেই নিজের।
কতদিনের এ যুদ্ধ?
হয়ত শেষ বেলা অব্দি, বা স্মৃতির বিস্মৃতি ঘটে সেদিন ই শেষ হবে যুদ্ধ
আছি কি আমি?
জানি না।
পত্রিকার প্রথম পাতার শিরোনামে রাখিনি প্রচারের জন্য
রাত গভীরে আমায় মনে করা মেসেজে বা আগলে রাখায়