Select Page

অভিমানী তুমি

অভিমানী তুমি

ইদানীং বড্ড অভিমান করছো সামন্ত।
নিজের ঠোঁট দুটো দেখো
সিগারেটের তীব্র চুম্বনে
কৃষ্ণ গহবর ছুঁয়েছে ওদিকটা।
চোখ দুটো যেন বারংবার আমার দিকে
ভৎসনার দৃষ্টিতে বলছে-
তুমি ক্রমশই দূরে সরে যাচ্ছো ধূপছায়া।
একটু মুগ্ধতা মেলে কেউ আমার দিকে চাইলেই
অভিমানের মেঘে কালো হয়ে যায় তোমার মনের আকাশ।
কবিতার সুচারু বৃষ্টি তীক্ষ্ণভাবে ঝরে পড়ে
আমার কোমল হৃদয়ে।
ব্যথা পাইতো সামন্ত, বোঝনা কেন?
আদরের প্রলেপ মাখানো হৃদয়টা যে
সইতে পারেনা ব্যথার নির্যাস।
ভুলে যাও কেন, আকাশ আমার সীমা।
আর ঐ সীমাটুকু অতিক্রম করার সাধ্যি আমার নেই।
আমার দৃষ্টি ঐ আকাশটুকুতেই নিবদ্ধ।
মনের ঘুড়ি আকাশে উড়ে বেড়ায়?
উড়ুক না, নাটাইটা তো আমারই হাতে।
ভয় পেওনা সামন্ত।
এই যে,এইখানে, তোমার হৃদয়ের এ পাশটাতে
আমার অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত-
তোমার কবিতা হয়ে।

অভিমানী তুমি

ক্লিকঃরূপা, Huawei Nova3i, মৈনটঘাট

About The Author