অভিমানী

ওরা আর আগের মতো হাসে না।

রাত জেগে সুখ দুঃখ ভাগ করে নেয়না
বিদায় নিয়েও আগের মতোই’
বার বার কাছে ছুটে আসে না
দুস্টু মিষ্টি ঝগড়া ও করে না।

মান -অভিমান, রাগ কেউ বুঝে না
কল্পনায় হারিয়ে বহু দূরে ছুটে না।

ওরা আর আগের মতো হাসে না।

ভোর হবার অপেক্ষায় থাকে না
আধো ঘুম ভেঙে কাউকেই খুঁজে না
আগের মতো দুজন দুজনকে ভালোবাসে না
শেষ পরিণতিও যে জানে না।

ওরা আর আগের মতো হাসে না।

লীনা ফারজানা
২৭/৭/২০২১ইং