এঁকেছো যখন পুরোটা এঁকে দিতে
হৃদয়ে তো এঁকে নিতে বলিনি
এক টুকরো ছেঁড়া কাজগেই ঠাঁই দিতে
পেন্সিলে আঁকা আমিটা কে নতুন করে রূপ দিতে
গাঁঢ় না হোক আবছা রেখে মুছে নিতে.…….
অস্পষ্ট করে অর্ধ রূপে সাজালে আমায়
আমার প্রেম কি অসম্পূর্ণ শিল্পী করেছে তোমায়?
সম্পূর্ণ রূপদানে ইচ্ছেই ছিলো না যদি
তাহলে কেনো এসেছিলে জীবনে
ভালোই যদি না বাসো শেষ অব্দি…….
এঁকেছো তবুও কিছু টা আমায় নিজের মতো করে
এটুকুই বা কম কিসের,রবো তো ছেড়া পাতা জুড়ে
অর্ধ মানবী আমি,বাসতে পারিনি ভালো
করতে পারিনি প্রেম বিলিয়ে তোমার জীবন আলো
অযোগ্য বলে গণ্য হয়েছি আমি
তোমার দেওয়া ভালোবাসার কাছে
করতে পারিনি বিশ্বাস অর্জন,ভেবেছো সবি মিছে……
অন্তর আত্না কেঁপেছে আমার তোমার অবহেলায়
এক চোখে আমার বিষাদের কাজল
অপর চোখে তে নেই আলো
অন্ধ ছিলাম তোমার প্রতি,বিশ্বাস ছিলো অগাধ
ভাবিনি কখনো তোমার থেকে শেষটায় পাবো আঘাত…….
আজ আমি ছবিতে অর্ধ,হৃদয়ে নেই ঠাঁই
বিশ্বাসেই মেলেনি মনের জমিনে আশ্রয় হঠাৎ কোথায় যাই..
হারাই আমি বার বার সেই অচেনা দুঃখের নগরে
শত ঝরেও ফিরবো না আর তোমার গড়া ঘরে
দুঃখ ভরা,ক্লান্ত মনে কষ্টের উল্কা উড়ে
আঘাতের ব্যথায় মন আমার ডুকরে কেঁদে মরে……