অপেক্ষমান রথ

Photo of author

By Fatema Hossain

জীবন এখন আছে প্রায় গোধুলি লগ্নে।
ডুবন্ত সূর্যের স্বর্নালী আভা মিলিয়ে যাচ্ছে
ঐ দূরে পশ্চিমের দিগন্তে।

একটু পরেই ঘনিয়ে আসবে আঁধার
গোধূলির স্বর্নালী আভা ধুয়ে মুছে!

পিছে ফেলে আসা বর্নালী দিনগুলো
পিছু ডেকে যায় এই ঘোর অবেলায়!

অগ্রগামী সময় ফেরেনা তো সে ডাকে,
এগিয়ে চলে অপেক্ষমান দিগন্ত রথ পানে!

হয়তো একদিন,এই আবিরমাখা গোধুলিতে
নয়তো, কোনো এক বেলা-অবেলার
নির্জন ক্ষণে, এই নশ্বর দেহখানি ছেড়ে
অবিনশ্বর আত্মাটি মিলিত হবে পূর্বসূরীদের
পবিত্র আত্মার সাথে!

ব্যাবধান শুধু কিঞ্চিৎ সময়ের!

অপেক্ষমান রথ

ফাতেমা হোসেন
১২/৩/২২