যখন থেকে রিপোর্ট পেলাম আমার শুধু টেনশন হচ্ছে। কি করবো? কোথায় যাবো? কি করলে ঠিক হবে? আমি যতদিন, যত বছর আমার বাবাকে পেলাম। আমার মেয়ে কি ওর বাবাকে অতদিন কাছে পাবে?
কিছু করতে পারা নয়, ও যেন ওর বাবার ভালবাসা পায় এটাই এখন শুধু চাই।
আল্লাহ যেন ওকে সেই তৌফিকটুকু দেন।
লোকটা এত এত কাজ করছে, কতো আনন্দ নিয়ে, ভালবাসা আর আগ্রহ নিয়ে। ভাবছি আল্লাহ আমাকে কতদিন এই সুখ দেখবার তৌফিক দিয়েছেন?
এমন একটা জটিল রোগ ধরা পড়লো মেহেকের বাবার। দেশে ডাক্তাররা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলেন। অযথা সান্ত্বনা দিলেন। পারলে বিদেশে যাবার পরামর্শ দিলেন। কিন্তু নিত্য যাদের খরচ চলে তাদের কাছে বিদেশ তো অলীক স্নপ্ন। গভীর রাতে অনেক কান্না পায় কিনতু কান্না তো শেষ সমাধান না। ভাবছি কিভাবে আরো বেটার কিছু করা যায় ওর জন্য। সবটা দিয়েই ভাবছি।
ওকে বোঝাতে পারিনা, কতটা ভালবাসি। কতটা অসহায় ওকে ছাড়া কিংবা ওকে ছাড়া সময়গুলো কেমন হবে কল্পনাও করতে পারিনা। সামনের দিনগুলো যেন শুধুই আধার। আলো আসবে কবে জানিনা।
তবে জানি আসবেই।
২৯.১১.২০২১
ঢাকা।