অনুভবে, অনুরণনে…

Photo of author

By Alam M

চোখ আমায় ভুল দেখায়, ভাবায় – বারেবার
কান আমার কথা শোনে ভুলভাল
বিষিয়ে দেয় মন আমার
মিটিয়ে দেয় পদচিহ্ন, ভালোবাসার!
হোঁচট খায় অর্ধেক পথের ‘পরে
মুখ থুবড়ে পড়ে রয় আমার আমি
আর পালাই আমি অবিশ্বাসের ঢেঁকি বিশ্বাস করে…

পিছু ছাড়েনা আমার
যা চোখ দেখিয়েছে উলটো করে রেটনায়
কান শুনিয়েছে, বাজিয়েছে ঢোল কানের ভেতর
কানের পর্দায়
বলো, পালাই কি করে নিজের থেকে নিজে?

চোখ দিয়ে দিলাম অন্ধকে
অন্ধ দেখুক
কান পাঠালাম অসীমে বনবাসে
জাহান শুনুক

আমি এখন দেখতে পাই তোমাকে
মনের চোখ দিয়ে – নয় তা ভুলভাল
শুনতে পাই শুধু বুকে মাথা রেখে
অনুভবে, অনুরণনে…

আলম – ৭ মে, ২০২২ইং, ভোররাত ৩টা ১১মি.