
অনুভব

যখন ভালোবাসতে চাই
তখন এলোমেলো করে দাও
যখন দূরে চলে যেতে চাই
তখনই কাছে টেনে নাও
আবার নতুন করে সাজাই
কত হাসি কত গান গাই
সুখ দুঃখ ভাগ করে নেই
স্মৃতি বিজড়িত কিছু সময়
সাক্ষী হয়ে থাকে দুজনের
মনের ভাবনাগুলোর মাঝে
গান হয়ে…
লীনা
২০/১১/২০২১ইং
সন্ধ্যা ৭:১৫ মি