Select Page

অনুভব

অনুভব

যখন ভালোবাসতে চাই
তখন এলোমেলো করে দাও

যখন দূরে চলে যেতে চাই
তখনই কাছে টেনে নাও

আবার নতুন করে সাজাই
কত হাসি কত গান গাই
সুখ দুঃখ ভাগ করে নেই

স্মৃতি বিজড়িত কিছু সময়
সাক্ষী হয়ে থাকে দুজনের
মনের ভাবনাগুলোর মাঝে
গান হয়ে…

লীনা
২০/১১/২০২১ইং
সন্ধ্যা ৭:১৫ মি