অন্তঃক্ষরণের নির্যাস হতাশার
ঘোলাটে স্রোতে ঘুরপাক খায়।
জীবন যেন জীবনের অর্থ বোঝেনা,
মানুষ মানুষকে ভুলে গেছে কবেই।
প্রেমিকা আর নেই অপেক্ষায়
অভিমানী প্রেমিকের পথ চেয়ে।
সময়ের কাছে সব তুচ্ছ হয়ে গেছে।
ব্যাখ্যা দিয়ে সারমর্ম উপলব্ধির
প্রয়াস মাত্র, কেউ আর কারো
অপেক্ষায় থাকবার ভুল
করেনা । যান্ত্রিক সময়ের কাছে
মানবতা এখন মৃত ইতিহাস।
নশ্বরতার ধারণা থেকে পৃথিবী
যেন অনেক দূরে। এখানে চিরস্থায়ী
বন্দোবস্তের অলীক প্রচেষ্টা।
একটা ব্যতিক্রমী অস্থিরতা নিয়ে
প্রজন্ম হেঁটে চলেছে অজ্ঞাত পৃথিবীর
বন্ধুর পথে।
চারিদিকে কেমন একটা অপ্রাপ্তির
দীর্ঘশ্বাস, অশরীরী চেতনার ব্যর্থ
আষ্ফালন। ভাঙা এক জীর্ণ জাহাজের
পুরনো মাস্তুলে ছেঁড়া পালের হাওয়া
সৈকতের আহ্বানে ফিরে আসে নির্জন
তীরে।
অন্তঃক্ষরণের বিদগ্ধ আগুনে অবশেষে
একমুঠো ছাই।
বাসব রায়
২৮/০২/২০১৭