অগোছালো চিঠির ভাষা

Photo of author

By Kamrun Nahar Bithi

লিখবো আজ একটা চিঠি
ঠিকানা হীন, বেনামে,বেখেলায়ালি হয়ে
রাত্রির বুকে মিটিমিটি আলোয়
লিখবো তৃপ্তির কথা গুলো,,

চশমার আলোর নতুন চোখে
কলমে কালি ভরে নিবো,,দাগ কেঁটে দিবো
কলমটা কি সত্যি লিখবে নাকি লিখবে না।
বসে পড়লাম জানালা খুলে।

মৃদু বাতাস বইছে,
দোয়াতের আলোটা নিভু নিঙু করছে
হাতের আড়াল করে জ্বেলে রাখার চেষ্টা,
নাহ,এ যখন তখন নিভে যাবে
লেখা হবে না কথা গুলো।
বন্ধ জানালায় বসলাম আবার।অহেতুক কথায়
ভরে দিচ্ছি ডাইরির পাতাখানা।

শেষটায়,না পাওয়ার কথাটা ভুল করে
লিখেই ফেললাম।
ভাবছি,ঠিকানা তো জানা নেই
বেখেয়ালি ভাবে,অগোছালো যতো পাগলামির
কথা গুলো লিখলাম।
হঠাৎ পোষ্ট করে দিলে যদি পেয়ে যাও

তবে কি ভাববে আমাকে?
লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে।ইসস,,যদি পেয়ে যাও
বার বার কেনো ভাবছি।
তাহলে কি গোপনে রাখবো পত্র খানা।
এতদিনের না বলা কথা গুলো
থাকুক না আড়ালে,হবে না কখনো পোষ্ট করা

৫৭০ নম্বরেই না হয় তোমাকে ঠাঁই দিবো
আবার কোনো নতুন কাগজের ভিড়ে
তোমাকে হারানোর সুযোগ করে দিবো
ধূুলো জমবে না,কথা দিলাম
খুব যত্নে তোমাকে আগলে রাখবো,,,,,।

✍️ কামরুন্নাহার বীথি