অচল প্রেমের পদ্য

Photo of author

By Kamrun Nahar Bithi

আমি ছিলাম এক অচল মানবী
জঙে জঙে মরিচিকায় পরিপূর্ণ
আষাঢ় খরতাপের মতো অপ্রত্যাশিত মরু
অবাকের দেয়ালে চিন্তিত মনের কঠিন চূর্ণ।

তবুও একলা পথের নির্জনতায় এলে তুমি
নীরবতার প্রহর কাটিয়ে কথা কলি ফুটালে তুমি।
চলন্ত পথের দীর্ঘ সময়ে স্বপ্নের জাল বিছালে
আটকে দিতে আমায়,,
জানিনা কি কারনে পথ আগলে দাড়ালে,,
তবে কি ভালোবাসার মতো আশ্চর্য শব্দটি
তোমার মনের আড়ালে?

ভাবতেই মন কাঁদে
মরিচা পড়া মনের জঙে তুমিও যে শেষ হবে
অজান্তে দোষের পাল্লা আমার দিকে ভারি করবে।
কেনই বা এলে তুমি?
বোবা প্রশ্ন গুলো ঠোঁটে ভির জমায়
প্রকাশের পথ খুঁজে,তবুও আমি বলবো না তোমায়।

শক্ত মনে,ধুকপুক স্পন্দনে দাড়ালাম
মুখও ছবি খানি স্পর্শ রূপে দর্ষন করলাম
তুমি তো সেই তুমি নও,,
যে তুমিতে ছিলো হৃদয় ভাঙ্গার সুর,,
যে তুমি টার ভেতর ছিলো আমি নামক অচল প্রহর।
প্রতিটা মূহুর্তের সর্ব কঠিন সময়ের
অবহেলার কঠিন পাথর।

আজও প্রেম রঙে রঞ্জিত হতে চাই
কিন্তু আমার যে কারো হৃদয়ে নাই ঠাঁই,,,
আবারও জলে ভরে চোখ,অজান্তেই হারাই বিশ্বাস
সিক্ত জল গড়িয়ে পড়ে আবারও
ফিরে যাও তুমি ফিরে যাও তুমি
আমি যে গ্রহন করতে পারবো না প্রিয়।

অতলে ডুবে যাওয়া অচল পদ্য আমি
খুঁজতে এসো না আবার,ভুলের সাগরে ভাসিও না আমায়,,
অতি তুচ্ছ করে আবার ডেকো না ইশারায়
আবেগের ঝর থেমে গেলে যে
আবার পর করবে আমায়,,,,।