Select Page

অ-প্রশ্ন

অতঃপর
একদিন হিমেল হাওয়ার দিন পেরিয়ে
বসন্ত আসবে জানি…
কিন্তু শুকনো পাতার মর্মর শব্দ পেরিয়ে
হেঁটে যাওয়া তোমার সে পথের দেখা
হয়তো আর পাবোনা…..
পুরোনো চিঠি কুড়িয়ে পোস্টবক্স
পূর্ণ করার অভিপ্রায়ে রাস্তার দূরত্ব
আরো একটু বাড়বে নিশ্চয়……
সহজিয়া ছিলো যে প্রান
সে প্রানে করা গ্যালভানাইজিং…..
আদৌও কি পারে দিতে মুক্তি…!
শত সহস্র ফেরারি স্মৃতি থেকে ??

শিমু কলি
১৩/০১/২০২০ইং

About The Author