দূরত্ব টা বেশ খানি
কখনো কখনো একটু দেখা দেখি
তবুও আড়ালেই রয়ে যাও,,
রিনিঝিনি শব্দে নড়ে যাও,,
আষাঢ়ে শ্রাবন হয়ে একটু দেখা দাও,,।
আমিও মাঝে মাঝে নয় সব সময়
নেচে যাই,আঁকা-বাঁকা ঐ পথটি ধরে
নয়তো প্রখরতা পূর্ণ ঐ রোদ্দুরে,,
হালকা হেসে যাই, একটু ভেসে যাই
আনন্দের ঘোরে হঠাৎ ছুঁয়ে যাই।
দুজনার দুটি কথায়,ভালো লাগায়
হয়তো কারো হৃদয়স্পর্শী স্পন্দনে
হারিয়ে যাই একটু ঘোরে,,
হঠাৎ করেই ফিরে আসি সূর্য ডোবা অন্ধকারে,,
খুলে যাই,রয়ে যাই কালো ঐ বক্সের ভিতরে।
তুমিও কি এমনি করে লুকাও চুড়ি, আমারি মতো?
নাকি বালিশের তলে বাসা বাধো রাতের আঁধারে ?
হোক তবুও রয়ে যাও
আমিও তো মাঝে মাঝেই হারাই,,
আবার হঠাৎ পায়ে তার জড়াই,
ভালো লাগায় আমি তাকে ভরাই,,,।
থেকে যাও তুমিও আমার মতো করে
একটু একটু তার মন দখলের ছলে,,।