নতুন পথে যাত্রা

Photo of author

By Mohammad Oliur Rahman Khan

কংক্রিটের এ নগর ছেড়ে
নতুন পথের সন্ধানে নামি
এ শহর বড় বেশি অমানবিক
তাই ছুঁটে চলি নতুন গন্তব্যে।
চোখে ভাসে সেই মাটির পথ
এঁকেবেঁকে চলে গেছে সীমান্তের পারে
সেই পথ আজ কি তেমন আছে?
সেতো হারিয়েছে সেই কবে।
আজ সেখানে পিচধালা কালো পথে
মানুষ আর হেটে যায়না বাড়ি।
আগের সে পথ বড় বেশি মনে পড়ে।

গ্রাম থেকে শহর
মাঝে অনেকটা সময়
পাথরের নগরে প্রাণ খোঁজা ভ্রান্তিবিলাস
তবু অনেকটা দিন খুঁজেছি
অনেকটা পথ হেটেছি এই নগরে
সেই মায়াভরা মাটির ঘ্রাণ পাইনি কখনো
কৃত্তিমতায় ডুবে থাকা মানুষদের থেকে
দুরেই তাই যাচ্ছি চলে।

মেশিনের মতো আর ইছে করেনা চলতে
আর ইচ্ছে করেনা মেলামাইনের প্লেটে ভাত খেতে
যন্ত্রচালিত বাহনে আর ইচ্ছে করেনা উঠতে
আর করেনা ইচ্ছে অন্যের মতো করে বাচতে
ইচ্ছে করে মাটির কলস থেকে জল নিতে
ইচ্ছে করে স্রোতের সাথে কাটতে সাতার
পাহাড়ে, বনে, নদীতে ঘর বানাতে।

আমার ভীষণ ইচ্ছে করে
তাই নতুন পথে যাত্রা শুরু
নতুন করেই বাঁচার ইচ্ছে
নতুন স্বপ্নে হারানোর অভিপ্রায়ে
আকাশের বুকে ছবি আঁকতে।