আম্বর আলী নৌকার মাঝি। সহজ সরল, সারাদিন নৌকা বায়। মানুষ তার কাজ-কর্মে হেসে গড়িয়ে মরে।একদিন আম্বর আলী বাসায় এলো। কী ব্যাপার আম্বর?
আফা সবাইর হাতো লাল নীল মোবাইল আমি একখান মোবাইল কিনতাম। সস্তা মস্তা দেইখা।
ঠিক আছে কিনো আমি বললাম।
আম্বর আলী মোবাইল কিনে আনলো। আমাকে বললো আফা মোবাইলরে বলে কারেন্ট খাওয়ান লাগবো।কেমনে খাওয়াইতাম।
আসলে যে তার সাথে মোবাইল কিনতে গিয়েছিল সেই তাকে চার্জ করা বুঝবে না তাই কারেন্ট খাওয়ানোর কথা বলেছিল। আমি চার্জারটা দেখিয়ে ভালমত বুঝিয়ে দিলাম কিভাবে কারেন্ট খাওয়াতে হয়। নাম্বারটা নিলাম। বললাম আম্বর আমি কল দিলে বাজনা বাজবে, তুমি তখন এই খানে টিপ মাইরা কল ধরবা।আম্বর আলী হাসিমুখে চলে গেল।
একদিন পর আমি আম্বর আলীকে কী কাজে ফোন দিচ্ছি তো দিচ্ছি আম্বর ফোন আর ধরে না। কী ব্যাপার! বিকেলে আম্বর এসে বললো আফা মোবাইলে বাজনা বাজে। আমি হ্যালো কই কিন্তু কেউ তো কথা কয় না। আমি বললাম তুমি কখন টিপ দাও বাটনটা দেখিয়ে বললাম। আম্বর বললো বাজনা থাইমা গেলে, নাইলে বাজনার লাইগা কথা শুনন যাইবনা তো। ওকে বুঝিয়ে বললাম বাজনা চলার সময় মোবাইল ধরতে হয় না হলে কল শেষ হয়ে যাবে।
সলাজ মুখে একটা কার্ড বের করলো আম্বর। বললো আফা মোবাইলে টাকা নাই এক বেডি খালি কয়। অহন এই কার্ডটা কোনবায় ঢুহাই দেখাইয়া দেইন। আমি কার্ডটা নিয়ে একটা কয়েন দিয়ে ঘষে ঘষে নাম্বার বের করে ওকে দেখালাম আর মোবাইলে লোড করে দিলাম। বললাম তুমি দোকানে গিয়ে টাকা ভরবে নিজে পারবে না।
আম্বর আলীকে নিয়ে সবাই হাসাহাসি করে তাই পারতপক্ষে কারও কাছে যেতে চায় না সে। আমার উপর কেন যেন তার অগাধ বিশ্বাস। আরেকদিন রাস্তায় আম্বরের সাথে দেখা। আমাকে কার্ড দিল বিশটাকার।কী ব্যাপার আম্বর কার্ড দিচ্ছ কেন। আফা কার্ডটা ঢুহাইয়া আমারে মাঝে মাঝে কল দিবাইন। আমারে কেউ কল দেয় না। আমি হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না। শুনলাম সে নাকি আরও কয়েকজনকে এরকম কার্ড দিছে তাকে কল দেয়ার জন্য। আমি কার্ডটা ফেরত দিয়ে বললাম আম্বর আমার দরকার হলে তোমাকে ফোন দিব ঠিক আছে। আম্বর মন খারাপ করে চলে গেল।
এরপর আরও বহুদিন গত হয়েছে আম্বরের সাথে দেখা হয় না। কারন আমি এখন অন্য রাস্তা দিয়ে স্কুলে যাই।সেদিন একজন বললো আম্বর নাকি টাচ মোবাইল কিনেছে আর সে ফেসবুকও চালায়। তাহলে বোঝা গেলো আম্বর এখন স্মার্ট হয়ে গেছে। মোবাইল চালানো শিখে গেছে। পেশায় মাঝি আর ঘরে শত অভাব থাকলে কি হবে সখের তোলা আশি টাকা। সখতো মেটাতে হবে, না মিটিয়ে যায় কই। সবার হাতে স্মার্ট ফোন আম্বর বাদ যাবে কেন।
সত্যি প্রযুক্তি এখন সবাইকে স্মার্ট করে দিচ্ছে।
~রুবি বিনতে মনোয়ার