নীরব প্রহর

Photo of author

By Shimu Koli

এখানে আজকাল সূর্যের আলোটা বড় বেশি ম্লান…..
সাময়িক ভাবে বদলে যাওয়া শহরে নেই মানুষের আনাগোনা….
বাতাসেও নেই শিউলির সেই মন মাতানো গন্ধ….
শুধু ঝিরঝিরে হিমেল একটা চাপা কান্না বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে উইপিং দেবদারু…
পাইনের বনেও কি এক অদ্ভুত নীরবতা……

এখানে ইমালশনের বাহারী প্রলেপে দেয়াল গুলো অচেনা…
চিরচেনা সময়ের বদলে যাওয়ার কি এক উদ্ভট আয়োজন….
এখানে হলুদ অবয়বে ঢাকা ক্ষমতার দাম্ভিক মুখ…
অজ্ঞদের ভাবের আস্ফালনে কেঁপে উঠে ধরিত্রীর বুক…
এখানে প্রতিফলিত আলোক বিচ্ছুরণেও অন্ধকারের নুপুর নিক্কণ….
এখানে রংধনু রঙে নেই সাতরং, নেই সুন্দরের কোনো আলাপন…
এখানে রোদ গায়ে মেখে উড়েনা রংবেরং প্রজাপতি,
সিজোফ্রেনিয়ায় ভুগছে যেনো তাবৎ নিরুত্তাপ প্রকৃতি….

আজকাল কৃত্রিম অক্সিজেনে ভরে উঠেছে বেনামী শহর,
প্রেম নেই, নেই কোনো আবেগ, আছে শুধু দোদুল্যমান অস্তিত্বের নীরব প্রহর….. ।