Select Page

নিরাশার কিনারে বসন্ত

নিরাশার কিনারে বসন্ত

তুমি ছিলে না বলে আমারই পাশে
দিন শেষে বসন্ত চলে গেল অবশেষে।

কোকিলের কুহু ডাক শুনিল না কান
নৃত্যগীতে আনিল না মনে কোন টান।

ভালবাসার ইচ্ছে পাখিরা গেল উড়ে আকাসে
নীল কষ্ট ফিসফাস করছে তাই মনের বাতাসে।

জাগিয়া উঠিল না মন উথলিয়া উঠিল না প্রাণে
বসন্ত এসে চলে গেল না জানি কিসের টানে।

ঝরা পাতায় গেল না দেখা সবুজের মিতালি
মনেতে বীণার ঝংকারে শুধু আকুলি বিকুলি।

ভ্রমরেরা উড়িল না ফুলের রেণুতে রেণুতে
ফুটিল না ফুলেরা তাই কনে দেখা আলোতে।

দেখেছিলেম স্বপ্ন বেড়াবো বসন্তের ভালবাসায়
মলিন হলো অপেক্ষারা তুমি আশার নিরাশায়।

গোধূলির আবীর রাঙিয়ে দিল না মনের মেলায়
বসন্ত এসে চলে গেল আজ তোমারই অবহেলায়।

স্মরণিকা চৌধুরী
১৫/২/২২

About The Author