নারী কন্ঠ

Photo of author

By Fowjia Sultana

আজ নীলাসমানের খোলা ময়দানে, লিলা শ্বাস নেবে
তা তে তোর কি!?
আজ শুভ্র মেঘের ভেলায়, লিলা উড়ে বেড়াবে
তা তে তোর কি!?
রক্তচোষা সূর্য্যে লিলা তাকে রাঙাবে
তাতে তোর কি!?
কাসার থালার মত চাঁদের স্নিগ্ধতায়, লিলা মন ধুবে
তা তে তোর কি!?
আজ আঁকাশের বুকের আদিম ধ্রুবতারা হয়ে লিলা জ্বলবে
তা তে তোর কি!?
বাউড়া হাওয়ায় ডানা মেলবে, উড়ুক্কু লিলা ভাসবে শুন্যে
তা তে তোর কি /?
সবুজ ঘেরা বিউলির চাদরে লিলা লেপ্টে নেবে নিজেকে
তা তে তোর কি!?
শিশির দানায় পায়ে নুপুর বাজাবে লিলা
তা তে তোর কি “?
লাজবতি কন্যা লজ্জাবতির লাজে, লাল হবে লিলা
তা তে তোর কি!?
কোকিল কুহু ক’য়ে ডাকে, লিলা উতলা হবে
তা তে তোর কি!?
এক সাগর বিশালতার ঢেউ এ লিলা দাবড়াবে
তা তে তোর কি “?
রক্ত করবীর রক্তাক্ত নির্যাস এ টুকটুক করবে লিলা
তা তে তোর কি!?
দুধে আলতা সবুজ আঁচলের শাড়িতে, ঘোমটা টানবে লিলা
তা তে তোর কি!?
আজ লিলা, মা- শ্বাশুরী,নিকুচি করে তোর প্রেয়সীই শুধু হবে
তা তে তোর কি!?
আজ লিলা অনেক দিনের পর, একটু মন খুলে খুশি কুড়াবে
তা তে তোর কি!?
ইচ্ছেদের চৌমোড়ে লিলা তোকে নিয়েই তো ঘুরতে চায়
তাও তোর সমস্যা?
আচ্ছা, লিলা কুৎসিত না হয়ে যদি সুন্দরী হত
তবে তুই কি করতিস?
আচ্ছা, এটা কি নিরংকুশ ভালবাসা না অন্য কিছু
একটু বলবি কি?
আচ্ছা বলতো, লিলাদের কি কোন ইচ্ছে থাকতে নেই
তোর এত্তো জ্বলে কেন! বলবি কি,?

ফৌজিয়া সুলতানা
১/৬/২০২১