আমার নীল প্রজাপতি

Photo of author

By Alam M

তুমি হয়তো ভাবছো, আমি
অপেক্ষা করি
অপেক্ষারও একটা প্রান্ত থাকে
শেষ প্রান্ত, যেখানে
সব আছে, সব
পাখির ডাকে ঘুম ভাঙে
ভোরের কুসুম আলো ভালোবেসে
উঠোন করে দেয় আমার আলো
হেটে বেড়াই খালি পায়ে ফড়িঙের সাথে
প্রজাপতি উড়ে বসে আমার
বাড়ানো হাতের ‘পরে

তুমি হয়তো ভাবছো, আমি
অপেক্ষা করি, তোমার!
তুমি হেরে গেছো –
ঘুঘু পাখির ডাকের কাছে
ফড়িঙের কাছে
নীল পাখার প্রজাপতির কাছে

জানো, আমি আজ আর একা নই
তবুও ওরা নীল প্রজাপতি ফড়িং
যেতে বলে তোমার কাছে
ভালোবেসে।

ওরা জানে
ওদের সব রঙ আছে
শুধু তোমারই মাঝে
ঘাসফড়িং তুমি
নীল প্রজাপতির রঙ তুমি
সোনালী উষা গোধুলী রূপোলী চাঁদ তুমি

কেন?