ওড়াও ফানুস ওরে বিবাগী মন,
আনচান করে গহন।
রহে হয়রান সদা বহমান!
জ্বলনে জ্বলছে আগুন,
পোড়ালে হায় দহন।
দহন,জ্বলন কারণ?
এতো কিসের বিশ্লেষণ?
করো তবে গঠন,
ক্ষেত্র হবে চারণ,
করো সদা বাড়িয়ে লালন।
এ চাওয়া কি অসাধারণ?
এ জিহ্বা মানে’না বারণ,
দেয় যেন বিষের যাতন।
এ হেন গড়ন না করো সাধন,
তবে, করো যতন মিলাবে রতন!
আসীন স্বর্ণখচিত আসনে, না করো শাসন।
করো আদুরে আলাপণ,
সময়ে হবে সুন্দর যাপন,
এত কঠিন আর জটিল মন,কষ্ট ভীষণ।
হবে কি তার অবসান, নেই সমাধান?
এ বন্ধন চিতা রাবণ?
করবে কি গঠন,ক্যামন ধরন?
ধরে চরন বক্ষে ধারণ বাতি নিয়ন!
দিয়েছ হেলান,হলো ভরসার যোগান?
তবুও হয়নি আগুয়ান, কথা কানে কান!
দাওনি মান, করেছ অসম্মান।
এই তো জীবন খন্ডকালীন।
বক্ষে চিনচিন, গা ঘিনঘিন
হয় প্যানপ্যান এ বলন?
নয় য্যানত্যান এ পীড়ন
বুকে যেন লন্ঠন দেয় মোড়ন।
তবে শ্রদ্ধার কি মুন্ডন,আর নয় নিবেদন?
ওড়াও ফানুস, মুখোশধারী মানুষ।
ফৌজিয়া সুলতানা
১৩/৯/২১