মন্তব্যহীন

Photo of author

By Shahnaj Jakir

দায়টা… শুধুই আমার তোমাকে ভালোবাসার
ভয়টাও… কি আমার শুধুই তোমাকে হারাবার!
প্রশ্নটা… শুধুই আমার ভালো কী মন্দ শুধাবার,
প্রার্থণা টা’ও… শুধুই আমার সারাটা সময় ভালো থাকার,
ভালো লাগাটা’ও… শুধুই আমার তোমাকে ভালবাসার।

প্রেম টা’ও শুধুই আমার দূর থেকে ভালো লাগা অনুভবে
শ্যাম টা তুমি ব’লো? রয়েছো কখনো কারো বুকে ওম হয়ে লেগে থাকা
উষ্ণ প্রেমোময় উৎসবে!

কখনও কী বলেছি,
ছিলে তুমি আমার?
সাধ নেই মনে–
কাছে ঢেকে হারাবার।
চাঁদের মতোই থেকো–
যেও জ্যোৎসনা বিলিয়ে
একটু পরশ দিয়ে যেও
না হয় এক সময় মিলিয়ে।

ভাল্লাগার নৌকোতে পাল তুমি না-হয় তুলে দিলে,
ভালবাসার আলো — বাতাস দূর থেকে ছড়িয়ে ছিলে,
আমার এ শান্ত হওয়া তোমাকে ভালবেসে,
আমার শত পাগলামি তোমাকে কাছে পেয়ে,
আমার বীণার তার তুমি ছাড়া বাজে না,
আমার লেখা গান তুমি বীনা সুরহীনা বাজে না বাজে না।

আমার যত কবিতা তব মন্তব্য বিনা,
আমার লেখা অসমাপ্ত পড়ে রয় তব মন্তব্যহীনা!!

~শাহনাজ জাকির।