Select Page

মনের সকল চাওয়া

মনের সকল চাওয়া

একটু খানি মেঘ তুমি
আমায় যদি দিতে
যতনে রাখবো তুলে
চোখের পাপড়িতে

মনটা যখন ভারী হবে
ঝরবে দুঃখ নিয়ে
একটু খানি মেঘ তুমি
দাওনা আমায় দিয়ে।

একটু খানি হিমেল হাওয়া
যদি আমি পাই
ছড়িয়ে দিবো দূঃখগুলো
শিশির কনায় কনায়।

সবুজ ঘাসে মিশবে শিশির
সুখের পরশ নিয়ে
একটু খানি হিমেল হাওয়া
দাওনা আমায় দিয়ে।

রুপালি ঐ চাঁদের আলো
যদি আমায় দাও
রুপের ঝাপি মেলে দুজন
বসবো বারান্দায়।

মুগ্ধ চোখে রবে চেয়ে
আমার কাজল চোখে
একটু খানি রুপালি আলো
দাও না আমায় এঁকে।

সাগরের ঐ ঢেউয়ের কাছে
যদি এবার আসি
সকল ব্যথা ভুলে গিয়ে
বলবো ভালোবাসি।

তুমি আমি দুজন মিলে
হাটবো ঢেউয়ের প’রে
ভালোবাসায় বিভোর রবো
জন্ম জন্মান্তরের তরে।

হেনা আক্তার
৪ মার্চ, ২০২২ইং

About The Author

1 Comment

  1. রূপা মোজাম্মেল

    দিতে পারি মেঘ
    সাথে ভরা আবেগ
    পাপড়ি বেয়ে মেঘে যেনো
    গড়িয়ে না পড়ে
    ধরে রেখো তাকে
    যতন করে।