মন এক ইচ্ছে ঘুড়ি

Photo of author

By Anwar Hakim

মন এক ইচ্ছে ঘুড়ি
আনোয়ার হাকিম

(১)
শুরুটা হয়েছিলো ‘আজকে আমার মন ভালো নেই’ দিয়ে। এরপর এলো ‘মন আমার কেমন কেমন করে’। আর এখন চলছে ‘আজকে কেউ নেই বলে’। এর সবই হতাশা থেকে উদ্ভুত বিলাপ। হাসি-ঠাট্টার ছলে এই কৌতুক নক্সাগুলো ইদানীং পাবলিকের মুখে মুখে ঘুরছে আর ব্যাপক বিনোদনের খোরাক জোগাচ্ছে। ভার্সিটি পড়ুয়া এক ছাত্র তার মনের অভিব্যক্তি পরীক্ষার খাতায় প্রশ্নোত্তরের পরিবর্তে ‘আজকে মন ভালো নেই’ বলে ব্যক্ত করে বেশ বিপদেই পড়েছে। চর্বিত-চর্বনে পরিস্থিতি এতটাই দুষ্ট হয়ে পড়েছে যে, ভার্সিটি কর্তৃপক্ষকে বিবৃতি পর্যন্ত দিতে হয়েছে। সে যা-ই হোক। ‘আমার মন ভালো নেই’ জাতীয় অভিব্যক্তিও আজ হাস্যকর হয়ে উঠেছে। অতি সম্প্রতি ভাইরাল হয়েছে ‘মন আমার কেমন কেমন করে’। সত্যিকার অর্থে আমাদের সমাজ জীবনের ঘটমান বাস্তবতার নিরীখে আমাদের মনও যেন অহরহ কেমন কেমন করে? এ প্রশ্নের কোন সদুত্তর নেই। মন ভালো না থাকা আর মন কেমন কেমন করে জাতীয় অনুভূতির মিশ্রণে তৈরি হওয়া ‘আজকে কেউ নেই বলে’ জাতীয় এক ধরণের হতাশা বোধ পেয়ে বসেছে সবাইকে। সত্যিই তো আজকে আমাদের অনেক কিছুই হচ্ছেনা শুধু ‘কেউ নেই বলে’।
চাকরিটা মিলছে না, কন্ট্রাক্টটা পাওয়া যাচ্ছে না, পদ-পদবী, প্রমোশনটাও দিচ্ছে না, হওয়া জিনিসটাও হচ্ছেনা। শুধু ঐ ‘কেউ নেই বলে’। ঘুষ ছাড়া হক জিনিসও পাওয়া যাচ্ছে না। শালিসে বিচার মিলছে না। কাগজপত্র সব ঠিকঠাক থাকা সত্বেও শত আবেদন-নিবেদন গতি পাচ্ছে না। নথীও হয়ে যাচ্ছে বেমালুম গায়েব। কেউ নেই বলে।
‘কেউ নেই বলে’ই ‘আজকে আমার মন ভালো নেই’। আমার মন ভালো নেই বলেই ‘মন আমার কেমন কেমন করে’। এই তিন বুলির ঐকতানে চলছে আমাদের আটপৌরে জীবনের পথ চলা।

(২)
মন বড়ই আজব। ধরা যায় না, ছোঁয়া যায় না। শাসন করা যায় না। করতে চাইলেও শাসন মানে না। দুম করেই বেজার হয়। মনের ঘরে তালা দিয়ে বসে থাকে। ইচ্ছে মত অফ হয়, মর্জিমাফিক অন হয়। ইচ্ছে হলে হাসে, ইচ্ছে হলে কাঁদে। মন বড় দুষ্টু, বড়ই চঞ্চল, থাকতে চায়না কোনখানে বেশিক্ষণ।
অথচ এই মনটাকে হৃষ্টপুষ্ট, শান্তশিষ্ট , লেজ বিশিষ্ট, তুষ্ট রাখতে প্রতিনিয়ত আমাদের কতই না প্রয়াস! মনের আবার খায়েস বেশ। একলা থাকলে দোকলা খুঁজে। স্বপ্নে সুখের নহর দেখে। শান্তির তালাশে ডুব মারে। তারও আবার অসুখ হয়। দুঃখ এসে ভর করে। মনের ভেতর কু ডাকে। মানস পটে আঁধার নামে। নিজেকে খুব অনাথ লাগে। পীড়ন স্পৃহা জেগে উঠে। ঈর্ষা এসে ভর করে। সুখে থাকলে প্রেম ভাব জাগে। একান্তে পেতে মন ছোটে। না পেলে জেদ চাপে। উপেক্ষা পেলে হনন ইচ্ছা জাগে। সব কিছু তখন তিতা তিতা লাগে। মন যে এক ইচ্ছে ঘুড়ি।