Select Page

মিছে ভাবনা

মিছে ভাবনা

আমার একটি আকাশ ছিলো, অনেক নীল
অবোধ শান্ত, পাহাড়ের সাথে কত মিল
তুমি এলে ঝড় হয়ে-মেঘ শরবর
আকাশটা পড়লো ভেঙ্গে পাহাড়ের উপর।

পাহাড়ের বুকে ‘ঝর্ণানদী’ জল টলমল্—
তাহার মাঝে রাজ্ঞী তুমি জড়িয়ে উপল
ছুটে চলো নির্ঝর নীরাদের টানে—
পাহাড় বলে ক্ষতি কি? আমি কাঁদি দুই নয়নে।

কত পথ হেটেছি বন্দুর, এই গঞ্জে—
কাছে তুমি আসলে না, ফুল হয়ে ফুঁটলে না কুঞ্জে
বসন্ত চলে গেছে দিগন্তে, স্বপ্ন পুড়ে ছাঁই
পাখি আর ডাকলো না, ফিরলো না কুলায়।

স্বপ্নমোড়া রঙিন খামে অনেক কথার আল্পনা
পংক্তি সাজাই মনের মাঝে নানা রঙ্গের ব‍্যঞ্জনা
একটি চরণ পড়লে না তার, একটি পাতা খুলে
অনাদরে রোদন বাড়ে, ধূলোর উপর ধূলো পড়ে।

আমি তো ছিলাম বেশ, শান্ত পারাবত—
তুমি এসে ঢেউ দিলে তীর ভাঙ্গা ক্ষত!
ফুল যদি নাই-ই ফুঁটে অনুরাগের কলি
মিছে মিছে কেন তারে ডাকে বুলবুলি?

সরওয়ার মামুন
১৯/০৩/২০২২ইং

About The Author