হাত বাড়িয়ে
দূরে দাঁড়িয়ে
আছি যে বৃথাই!
মন হারালো
সুখ পালালো
সুখ খুঁজি তাই!!
মেঘ মহুয়ায়
মেঘলা হাওয়া
মন উদাসী
তারে খুজে যাই
খুঁজে ফের হারাই
সে কোন উর্বশী!
চোখের আড়ালে
তুমি হারালে
মন খুব কাঁদে
কি যে মায়াতে
তুমি জড়ালে
পড়েছি কোন ফাদেঁ?
খরা বৃষ্টিতে
অনাসৃষ্টিতে
কেটে যাচ্ছে দিন
মেঘ রোদ্দুরে
নীল সমুদ্দুরে
তুমিহীনা আমি অর্থহীন!
তুমি আসবে তাই
ভালবাসবে তাই
আছি পথ চেয়ে
দিন গুনেছি
জাল বুনেছি
জানি, তুমি-ই সেই মেয়ে!!
আঞ্জুমান আরা লাকী
২৮.০৩.২০২২