Select Page

মেঘের সুতোয় বেঁধেছি দুঃখ

মেঘের সুতোয় বেঁধেছি দুঃখ

টাপুর টুপুর মেঘলা মেদুর
বৃষ্টি ভেজা অশ্রু নুপুর,
মন যদি ছোঁয় বিষাদ কালো মেঘে;
মেঘ ছুঁয়োনা!
জল ছুঁয়োনা!
মেঘের চোখের কান্না গুলো
সঙ্গে এনো,
দুঃখ লুকাও বুকের গোপন ব্যাগে।

ভালোবাসার পংক্তিগুলোর
কান্না ভেজা একলা দুপুর,
মন যদি হায় একলা তোমার কাঁদে;
ফুল ছুঁয়োনা
রোদ ছুঁয়োনা
শ্বেতরঙা সব গোলাপগুলো
সঙ্গে এনো,
মেঘের সুতোয় দুঃখ দেবো বেঁধে।

ভালো থেকো স্মৃতির পাখি
অনেক ভালো থেকো;
স্মৃতির ধুসর মলিন ভাঁজে
আমায় গোপন রেখো।

আরণ্যক শামছ
জানুয়ারি ১৪, ২০২২-উপশহর, সিলেট

About The Author

1 Comment

  1. রূপা মোজাম্মেল

    অসাধারণ লিখনি আর শব্দ মালা