স্বপ্নের তিথিরা দুঃস্বপ্নের প্রলয়থাবাকে করে আলিঙ্গন
চকিতে সর্বদেহে তড়িৎ স্ফুলিঙ্গে ছুটে চলা ঝড়ের পবন
নিদারুণ যন্ত্রনায় দগ্ধ হৃদয় হচ্ছে যে দহন!
সেই দহন জ্বলনে হচ্ছে নিকষকালো ধূম-
আর সেই ধূমে দমবন্ধ হৃদয় যেন স্তম্ভিত হৃদস্পন্দন।
অদেখা অনলে জ্বলে পুড়ে বুঝাতে পারিনি তোমায়
এ হৃদয় জুড়ে আছো তুমি কতখানি;
হৃদয়ের শত আক্ষেপ ও বেদনা লুকিয়ে
বুকেতে দহন আর মুখে কৃত্রিম হাসি রেখে-
নীরবে নিভৃতে এখনও করি তোমার হৃদয়ে বিচরণ।
অন্য বাহুতে লগ্ন হয়ে মধুময় স্বপ্নমগ্নে আছো তুমি
এখনো মগ্ন চৈতন্যে খুঁজে ফিরি অব্যক্ত প্রেমকে আমি
ভালোবাসা সে-তো আমৃত্যুকালীন এক স্বর্গীয় অনুভূতি
রিক্ত চিত্তে দুঃস্বপ্নের ঘেরাটোপে থেকেও
অহর্নিশি জানান দিয়ে যায় ভালোবাসার আকুতি।
মেয়াদোত্তীর্ণ সবই হয় কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তা নয়
যোজন যোজন ব্যবধানের পরেও ভালোবাসা বেঁচে রয়
সে যে মনের গহীনে লালিত হয়- আপন প্রেম সত্তায়;
ভালোবাসা দিয়ে ভালোবাসাকে করে নিতে হয় জয়
না পারিলে আমৃত্যু থাকে যে তৃষিত হৃদয়।
নাজমুল হক সরকার নাদিম