আমি পড়তে চাই লিখতে চাই
পাণ্ডুলিপি রেখ না আমার
সকলের মাঝে জীবন আলোকপাত
তোমাদের সাথে রুদ্ধদ্বার
আমি পিপাসায় ছটফট করি
পিপাসার্ত ক্ষুধা মেটাতে
মুখে জল কণ্ঠনালী ভিজতে
তোমাদের কণ্ঠ হতে।
আমি আলোকপাত করতে চাই
সোনালী সূর্যের সাথে
আমি ভাটিয়ালি গান শুনি
মাঝির পালতোলা নায়ে
আমি দক্ষিণা সমীরণ খুঁজি
হাজারো মানুষের ভিড়ে
আমি হারিয়ে যেতে চাই
তৃপ্ত মোনালিসার চোখে।
আমি তোমাদের দেখতে চাই
সত্যের ঝান্ডা তুলে
অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু
তোমরা ধরবে তুলে
আমি হিংসায় জ্বলে পুড়ে
জ্ঞানীদের অনুসরণ করি
তাদের থেকে আলাদা কিছু
করে যেতে পারি।
আমি সৃষ্টিশীল কবিদের দেখি
তাদের অনুকরণে নয়
আমি বিশ্বভূষণ তৈরি করতে
পরিশ্রমে করিনি ভয়
আমি মাতৃভাষা লালল করি
আমার বাংলা ভাষা
আমার সবটুকু চড়াই উতরাই
আমি কলম চাষা।
বৈজ্ঞানিক আবিষ্কার সৃষ্টি তত্ত্ব
নবযুগ তৈরির কলকাঠি
বিশ্বভূষণ ঘুরে লেখনীর মাঝে
সমাদৃত তোমরাই কুলকাঠি
মহাজগত মহাবিশ্ব মহান শক্তি
শতাব্দী শতাব্দী সাধন
জীবন্ত কিংবদন্তি তুমি সাহিত্য
আজীবন লেখনীর বন্ধন।
ঢাকা, বাংলাদেশ।
সময় – রাত দুইটা ১৬ মিনিট।
I want to read and write
Don’t keep my manuscript
Life shines among all
Closed door with you
I am thirsty
To satisfy the thirsty hunger
Wet the throat with water in the mouth
To be your voice.
I want to shed light
With the golden sun
I listen to Bhatiali songs
In the middle of the sail
I’m looking for a southerly wind
Crowds of thousands
I want to get lost
Satisfied Mona Lisa’s eyes.
I want to see you
Raise the flag of truth
Raise your head against injustice
You will catch
I burn with violence
Follow the wise
Something different from them
I can do it.
I see creative poets
Not in imitation of them
I want to make Biswabhushan
I did not work hard
I cherish my mother tongue
My Bengali language
All my ups and downs
I am a pen farmer.
Scientific discovery creation theory
The key to creating a new age
In the middle of writing around the world
Dear you, Kulkathi
The cosmic universe is a great power
Century accomplishment
You are a living legend, literature
Lifelong writing bond.
Dhaka, Bangladesh.
Time – 2:16 p.m