সঠিক সময়ে সঠিক কথা বলতে পারাটা একটা আর্ট।
মুখের ওপর সঠিক কথা বলতে পারটাও একটা হিম্মতের ব্যাপার।
কিন্তু
নিজের এই আর্ট অথবা হিম্মত দেখাতে গিয়ে অন্য কেউ বিব্রত হলো কিনা সেদিকে খেয়াল রাখা উচিত।
অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা,
তুলনা দিয়ে কথা না বলা,প্রাইভেসি লঙ্ঘন হয় এমন কিছু না করা
বিব্রত অথবা লজ্জিত বোধ করে এমন কথা কাউকে না বলা,
অপ্রাসঙ্গিক -অপ্রয়োজনীয় কথা না বলা
এসব নূন্যতম ভদ্রতাবোধ।
আর তাছাড়া অধিক কথা বলা বিশেষ ভালো গুণ নয়।
(আমিও এসব না বুঝে আগে এতোই কথা বলতাম! এখন আমার কথা মরে গ্যাছে
কত কিছু হয়ে যায়, মানুষে ঠেলতেও আর মুখ খুলি না আমি।
আরেক্খান শিক্ষা পাইছি জীবনে- লেভেল ছাড়া কথা শেয়ার করতে নেই-বিশেষতঃ মানসিক লেভেল/ সমমনা।)
তো এই ব্যাপার গুলে যতো তাড়াতাড়ি আয়ত্ত করা যায় ততোই ভালো।
আপনার উদ্দেশ্য হয়তো কাউকে কষ্ট দেয়া নয়।আপনি হয়তো মন খোলা মানুষ – মনে যা আসে তা-ই বলে ফেলেন।কিন্তু ভাষা প্রয়োগ এবং শব্দচয়নের ক্ষেত্রে যদি আপনার ত্রুটি থাকে তাহলে কথা কম বলার চেষ্টা করুন।
মনে রাখবেন-আপনি কখনোই অন্যের মন পড়তে পারেন না, আপনার সরল মনের একলাইন কথা হয়তো কারো কাছে প্রেসার কুকারের থেকেও বেশি প্রেসারফুল।
অপ্রাসঙ্গিকতা পরিহার করুন
চুপ থাকতে শিখুন,নিজেও শান্তিতে থাকুন।
অন্যদেরকেও শান্তিতে থাকতে দিন।।।।