চাঁদ কি পারে সামলে রাখতে জোস্ন্যাকে ?
সাগর পারেনি ঢেউকে আটকে রাখতে ! “
তেমনি মানুষ পারেনা আটকাতে বয়সকে,
জানি সুখের সময় ক্ষনস্হায়ী !
আর দুঃখ ? সে -তো আজীবনের সঙ্গী !
যদি ভালোবাসো তবে ধরা দাও সুখে !
যেমন শ্রাবণের বারিষধারা অবিরামভাবে
আছড়ে পড়ে, মাটির পৃথিবীর বুকে ! “”
যদি সুখের সময় ক্ষণস্হায়ী হয়ে
ফিরে ফিরে আসে ?
এই ভেবে সুখের কাছেই জলাঞ্জলি দিলেম
আজ সব দুঃখকে ভালোবেসে! “
কষ্ট আমার সারাজীবন তুষের আগুন হবে,
আমার হৃদয়ের একটি পাখি আজ না হয়
রাঁধার মতই রবে…