কদম গুচ্ছ কবিতা

Photo of author

By Shahana Jasmin

যদি এ বর্ষায় কদম ফুল না ফুটে
তা হলে কি তোমার সঙ্গে আমার
হবে না দেখা,
অনেক অগণন সময় অপেক্ষা না প্রতিক্ষা করেছি
তোমার সঙ্গে দেখা হোক
তোমার সঙ্গে কথা হোক
কদম গুচ্ছ নাই বা থাকুক
কদম ফুল না ই বা ফুটুক।

যদি এ বর্ষায় ঝুম বৃষ্টি না হয়
তোমার সঙ্গে আমার বৃষ্টি তে ভেঁজা হবে না,
না হোক ঝুম বৃষ্টি, আকাশ ছেঁড়া বৃষ্টি,
তবু ও তোমার সঙ্গে দেখা হোক
তোমার সঙ্গে কথা হোক
না হলো বৃষ্টি তে ভেঁজা।

তবুও ও
তুমি স্পর্শ করে আছো দিন মাস বছর, দেয়ালে ঝুলানো ক্যালেন্ডার,
যদিও আষাঢ়ে বৃষ্টি না হোক
যদি বর্ষায় কদম ফুল না ফুটুক,
ঝুম বৃষ্টি রা ভুলে যাক তবুও।

এক গুচ্ছ কদম ফুলের কবিতা লিখে এনো কবি।

শাহানা জেসমিন
২১/৮/২০২২