একদিন হয়তো সেইসব পথে নয়
ঘরের চার দেয়ালের মাঝে
খোলা অলিন্দের চৌকাঠেই
কবিতার সাথে তোমার দেখা হয়ে যাবে
নয়তো খোলা বাতায়নে দখিনা বাতাসে
কবিতারা এসে লিটিয়ে পড়বে তোমার
পেলব মসৃণ হাসের পাত্রর মত পদ যুগল
চুমে যাবে তোমার কাঙ্ক্ষিত কবিতাখানি!
সেদিনের জন্য হয়তো তোমার কোনো প্রস্তুতিই
থাকবেনা, আঁকবে না চৌকাঠে ভালোবাসায়
আল্পনা!
তবুও সে আসবে, নাম ধরে তোমায় ডামবে
আনন্দে অশ্রুপাত করে নষ্ট কোরোনা যেন
সেই সে প্রতিক্ষিত মাহেন্দ্রক্ষণ!
ভালো থাকো তুমি আর তোমার মন!
ফাতেমা হোসেন
৩১/০১/২০২২ইং সকাল সাড়ে ন’টা