তোমার লাশ পড়ে রইলো
ধানমন্ডি বত্রিশ নম্বরে রক্তমাখা সিড়িতে,
অথচ তুমি দিয়েছিলে মুক্তির ডাক
সাতই মার্চ উনিশশো একাত্তরে!
রেসকোর্স ময়দানে লক্ষ জনতার প্রান্তরে
কিন্তু আমি বা আমরা তা মনে রাখি নি,
ভুলে গেছি সেই দিন
যখন ছাত্র জনতা কুলি মজুর,
ঝাপিয়ে পড়েছিলো হানাদারের বিরুদ্ধে
মুক্তিযুদ্ধে।
একটি স্বাধীন দেশের স্বপ্ন বুকে নিয়ে।
সেই আমরা কত অকৃতজ্ঞ
মেরে ফেললাম তোমার মত অবিসংবাদিত নেতাকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
তাই আজ বইমেলা প্রাঙ্গনে
যখন স্বাধীনতা স্তম্ভের দিকে চোখ মেলে তাঁকাই,
লজ্জায় মাথা নত হয়ে আসে
মনে মনে ক্ষমা চাই তোমার কাছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ওই রাজাকার আলবদর আলশামস
যাদের তুমি ক্ষমা করেছিলে তোমার মহানুভবতায়
কিন্তু ওরাই তোমায় হত্যা করলো পনেরই আগষ্ট উনিশত পঁচাত্তরে
কালরাত্রিরে চরম নিষ্ঠুরতায়।
যে স্বাধীন দেশে মায়ের ভাষায়
কথা বলি ,কাব্য সাজাই মনের ভাবনায়
এই সোহরোওয়ারদী উদ্যানে সেই বীজ
তুমি বপন করেছিলে স্বাধীনতার
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম‘ এর মাঝে
যা আজও আমি শুনিতে পাই
বইমেলার লক্ষ প্রান মাঝে,
যাদের মনে মুক্তির গান
মুখে বাঙলা ভাষা।
শাহনাজ পারভীন মিতা