এই শহরে ছন্নছাড়া
হন্যে হয়ে তোমার খোঁজে
আকাশ বাতাস সব ছাড়িয়ে
আজকে যাই না কোন কাজে।
তোমায় দেখে যাই সকালে
দুপুর হলেই ডাকি তোমায়
শহর জুড়ে মেঘ জমেছে
ঘুরি একা খোলা রিকশায়।
সেই সকালে ফেলে তোমায়
একা আমি নতুন কাজে
মন কি তোমার অনেক খারাপ
আমায় দেখো মনের মাঝে?
বিকেল হলেই রোদের হাসি
আবার একা খোলা রাস্তায়
মিষ্টি রোদে বসবে পাশে
ঘুরবো দু’জন এই রিকশায়।
ঘুরতে ঘুরতে অনেক দূরে
শহর ছেড়ে কোন সুদূরে
দু’জন মোরা যাই হারিয়ে
ইট পাথরের শহর ছেড়ে।
হারিয়ে গিয়ে সন্ধ্যা হয়ে
দিন যে মোদের কখন যে যায়
পাখি যখন নীড়ে ফিরে
আমরা হারাই খোলা রিকশায়।
অলিউর রহমান খান
মার্চ ২, ২০২২ইং
খুব সুন্দর!
Comments are closed.