খোঁজ

Photo of author

By Shimu Koli

করতল কেটেছে তাই
কি করে ধরবে চাঁদের জোছনা!!
যে চাঁদ হয়েছে পর
তাকে আর ভুলেও ভেবোনা…..

ভাবের ইর্ষায় ভেঙ্গে ফেলা
নক্ষত্রের জাল……
কাঁটা হয়ে হৃদয়ে বিঁধেনা
যেনো কাল….!

ঠুনকো যে সুখে খোঁজো
ক্ষনিকের আলো…
চাঁদ গিলে খাওয়া সেতো
তমসার কালো…..।।

ক্রোধে ঝলসানো কথা
সেতো বিষমাখা তীর….
একবার ছুড়ে দিলে
ভেঙ্গে মরে যায় নীড়……।।

স্বীকারোক্তির মাঝে খোঁজো
পাবে বাগানবিলাস…..
টুকরো টুকরো বিশ্বাস
যেখানে বহতা বাতাস….।।

আধখানা চাঁদ ঝুলে থাকা
জোছনায়, কুহকিনী সুখ,
সে সুখ মনে করেই……
দূর করো সব মনের অসুখ…।।

শিমু কলি
১৯/১১/২০১৯ইং