কেনো গেলে চলে

Photo of author

By Surajit Paul

গীতিকার : সুরজিৎ পাল
সুরকার : সুরজিৎ পাল
গায়ক : সুরজিৎ পাল

“কেনো গেলে চলে…….
আমায় একা ফেলে……,” —-২
গেছো বহু দূরে……..
পরপারে চলে…….
ভুলি কেমনে,
জীবনে,
তোমাকে,
আমাকে
ভাব সাগরে… ডুব দিলে।
হো কেনো গেলে…… একা ফেলে।
আজ এই ভুবনে কেউ নেই যে….
সংসার ধরবে এসে শক্ত হাতে…….
তোমার তরে,
আমার তরে,
কেউ ভাবেনা আর যে…..ও
এই স্বার্থপর দুনিয়াতে।
হে…. কেনো থাকবো ব্যথা লয়ে…
চলে যাবো পরপারে…..
দুজনার দেখা হবে,
জ্যোৎস্না রাতের গভীরে…..
তোমার সাথে থাকবো মিলে মিশে।
হো… কেনো গেলে……. ফেলে…
“খুঁজে ফিরি স্মৃতির বনে তোমাকে যে…..
পাগল পারা মনের যন্ত্রণা যে…..
তোমায় নিয়ে
আমার আর,
ভাবনার নাই শেষ,
দেখা হবে নিশ্চিত যে।”….২
হে… খোলা বাতায়নে…….
উদাসী মন কাঁদে..…
ডেকে নাও মোরে….
তোমার ভূবনে……
থাকবো দুজনে,
সুখে তে,
হেসে খেলে,
আর যন্ত্রণা নাই রে….
হো…..
হো….হা…হা….হা….