কেবল তুমিই পারো, এনে দিতে
জলজীবনের অন্ত টেনে
পল্লবিত ছায়া….
ভঙ্গুর সুরের মূর্ছনাতেও
কী নিদারুণ মায়া……!!
তুমিই পারো অন্ধচোখে
আকাশ প্রদীপ জ্বালতে….
বুভুক্ষু চাঁদের চোখে
সূর্য হয়ে জ্বলতে……
উল্টো স্রোতেও ঢেউ তুলে
উজান পানে বাইতে…
তুমিই পারো মাঝনদীতে
মিলন বাসর গড়তে…. ;
শীতলতার বরফ ছুঁয়ে
উষ্ণ সরোবরে…
তুমিই ফোটাও প্রেমের কোমল
ভীষণ চুপিসারে……
স্বপ্ন আমার আধার রাতেও
জোছনা হয়ে ঝরে ;
ফিনিক্স পাখি উড়ে বেড়ায়
সারা হৃদয়পুরে…..।।
তুমিই আমার জোছনা পুরুষ
তুমিই ধুপছায়া…..
তোমার মাঝেই বিলীন আমার
সকল রূপের কায়া….।।