কাজল

Photo of author

By Kamrun Nahar Bithi

কখনো ইচ্ছেরা হাসে না,,
আর অনিচ্ছার কাজল চোখে রঙ মাখে না
তবুও কেনো বার বার তার কাছেই ফিরতে হয়
জলে রাঙা রক্ত লাল চোখে তাকেই ছুঁতে হয়।

আড়ালে আড়াল করে তাকে কেনই বা
এতটা কাছে ডাকতে হয়,,
যদি সে না থাকতো তাহলে কি আমায় রক্তে লাল
চোখে বিসর্জন দেওয়া জল দেখে ফেলতো?
হয়তো বা তাই হতো।

কেনো দূরে থাকো আমায় আড়ালে ডাকো
একবার প্রকাশে এসো আমায় নতুন করে আঁকো।
কালির ছোঁয়ায় নয়
রঙিন আলোয়,কালোয় আমাকে রাঙাও
আমি হাসবো ঐ আড়ালে নয়
আমি কাঁদবো ঐ আড়ালে লুকিয়ে নয়।

আমি এসেছি তোমার দুয়ার প্রান্তে
এসো না আজ আমার হৃদয়ে সুখের দোলায় ভরিয়ে দিতে,,আমি রইবো না আড়ালে
আমি যে কাঁদবো আমার তোমায় হারালে।
আবার রাঙাবো কাজলে দু চোখ
কখনো বুঝবে না কালিতে লুকানো আমার সো-খ।