যুদ্ধ নয় শান্তি

Photo of author

By Mohammad Oliur Rahman Khan

ছুটে চলে শহরের বুক চিড়ে
জলপাই রঙের ট্যাংক
মুহুর্মুহু গুলি বোমারু বিমান
সাদা বরফে ঢেকে থাকা প্রকৃতি
আজ যেনো রক্তে লাল।

বাবার কাছ থেকে ছেলের বিদায়
বিয়ের আসর থেকে সরাসরি
যুদ্ধের ময়দানে কোন নব দম্পতি
দেশকে ভালোবেসে ষাটোর্ধ বৃদ্ধ
অস্ত্র হাতে যেনো এক টগবগে তরুন।

চারদিকে শুধু কান্না, হাহাকার, চিৎকার
দেশ মাতৃকার জন্য আজ সবাই ঘরছাড়া
মুহুর্তেই লাশ হয়ে যাওয়া নিথর দেহ
পিতার জন্য সন্তানের করুন চিৎকার
ছেলে হারানোর শোকে মায়ের আর্তনাদ।

বিভিষিকাময় ঘুমহীন রাত্রি যাপন
আতংকে থাকা শহর যেনো এক মৃত্যুপুরী
যুদ্ধের দামামা বাজছে চারদিকে
স্বাধীনতার সূর্য আজ যেনো অস্তমিত
তাই রাজপথে লড়াকু একঝাঁক তরুন।

কবে হবে যুদ্ধ বন্ধ এই হানাহানি দ্বন্দ্ব
বিশ্ব সভ্যতার আধুনিক এই সময়ে
মানুষ যুদ্ধ চায় না, চায় শান্তি
শান্তি সুখের পতাকা আসবে আবার
আসবে নতুন দিনের নতুন এক প্রভাত

অলিউর রহমান খান
মিরপুর, ঢাকা
২৮.০২.২২

He ran and tore the chest of the city
Olive colored tanks
Sound of shot bombers
Nature covered in white snow
Today is like red in blood.

Farewell to the son from the father
Directly from the wedding hall
New couple on the battlefield
Sixty-year-old loves the country
Like a young man with a weapon in his hand.

Just crying, wailing, screaming all around
Today everyone is homeless for the motherland
The frozen body that became a corpse at the moment
The child’s cry for the father
Mother’s cry for the loss of her son.

Horrible sleepless nights
The city in terror is like a mortuary
The battle bells are ringing all around
The sun of freedom seems to set today
So a bunch of young people fighting on the land.

When will the war stop this violent conflict?
In this modern age of world civilization
People do not want war, they want peace
The flag of peace and happiness will come again
A new dawn of a new day will come.

Mohammad Oliur Rahman Khan
Mirpur, Dhaka
28.02.2022