জলেই জীবন

Photo of author

By Mohammad Oliur Rahman Khan

স্বপ্ন নদীর শেষ সীমানায়
দিচ্ছে পাড়ি অনেক জাহাজ
আকুল নাবিক তীরের খোঁজে
খুব অসহায় আজকে সে আজ।

অনেক দূরের পথের পরে
হারিয়ে ফিরে আবার সে যে
রাতের হাওয়ায় পথ পেরিয়ে
পায়না খুঁজে আর নিজেকে।

আগের সে দিন অনেক রঙিন
রোদের আলোয় জলের ছোঁয়া
বিকেল হলেই মাঠের পরে
দেখতে পেতো আবছা ধোঁয়া।

হঠাৎ করেই নিজের মনে
বেরিয়ে পড়ে অচিন টানে
নদীর বুকে বসত ভিটা
জীবন চলে নতুন গানে।

নদীর বুকে একার জীবন
ক’দিন আর যায় যে ভালো
কালোর শেষে আসে আলো
সব যেনো আজ এলোমেলো।

পাখির সাথে জলেই জীবন
হারিয়ে আছি খুব অচেতন
মানুষ খুঁজে চলছি একা
তাকিয়ে আছি সব যে ফাঁকা।