জলছবিতে সোনার বাংলা

Photo of author

By Mohammed Shams Uddin

কুয়াশার সেতু পড়েছে ভেঙ্গে
মূহুর্ত গিয়েছে ছিঁড়ে,
বদলে যাওয়া অবয়ব তোমার
খুঁজি মানুষের ভীড়ে।

নির্জনতার নিপীড়নে তাই
ছিঁড়েছে বীণার তার,
ভ্যানগগের আঁকা জলছবি
তুমি সরোদের ঝংকার।

গল্পের ছায়ায় উদাসী হাওয়ায়
তুমি রাখালীয়া বাঁশি,
বব ডিলানের কবিতা তুমি
আমার স্বপ্ন-চাষী।

চে গুয়েভারা, বিপ্লবী তুমি
ভালোবাসা প্রীতিলতা,
এজরা পাউন্ড যেন তোমারই
ছেঁড়া কবিতার খাতা।

জর্জ হ্যারিসন কবির সুমন
গায় তোমারই গান,
তুমি আমার সোনার বাংলা
আমার ‘কাব্য-স্নান’।

আরণ্যক শামছ