Tuesday , 4 November 2025
Trending

জল ফড়িং

তুই চিরদিন
তোর দরজা খুলে থাকিস
অবাধ আনাগোনার
হিসেব কেন রাখিস?
সাক্ষাৎ আলাদিন
তোর প্রদীপ ভরা জ্বীনে
কেন খুঁজতে যাস আমায়
সাজানো magazine-এ?

কোন বালিশে ঘুম
কোন দেওয়ালে মশারী
কোন ফেনায় কম সাবান
কোন ছুরিতে তরকারী
যাচ্ছে চলে, যাক
তবু ময়লা পেলো collar
আলতো রাখছে হাত
হয়তো অন্য কথা বলার

তোর এ সকাল-ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল-ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং

ভেজা রেলগাড়ি
হয়তো সবুজ ছুঁয়ে ফেলে
আর সারাটা পথ
ভীষণ খামখেয়ালে চলে
তারপর বেরোয় মেঘ
আর তারায় ভরা station
একটু থামতে চায়
প্রেমিকের inspiration

তোর এ সকাল-ঘুম ভেঙে দিতে পারি পারি
তোর এ বিকেল-ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং

তোর এ সকাল-ঘুম ভেঙে দিতে পারি পারি
তোর এ বিকেল-ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি

তোর এ সকাল-ঘুম ভেঙে দিতে পারি (পারি)
তোর এ বিকেল-ঘুড়ি ছিঁড়ে দিতে পারি (পারি)
তোকে আলোর আলপিন দিতে পারি (পারি)
তোকে বসন্তের দিন দিতে পারি (পারি)
আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে খুঁজে দে জল ফড়িং

Check Also

12 March

১২ মার্চ: ইতিহাসে আজকের এই দিনে

এক নজরে জেনে নেই ১২ মার্চ ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ …