যদিও কাব্য নয়

Photo of author

By Basob Roy

সারাদিনের ক্লান্তি শেষে উন্মুখ থাকি কারো সামান্য একটু খানি আদরের, অল্প একটু ভালোবাসা।
ঘর্মাক্ত বগলের ভিজে গন্ধ নিয়ে অন্যরকম এক সন্ধ্যা।
মায়াবী সময়ের বুকে একরাশ স্বপ্ন।

স্বপ্নের বুকচিরে কাব্যের পর্বে পর্বে পরীদের দেশে
অনুভূতিগুলো ভোঁতা।
বোবা আর বধির হয়ে বোকার স্বর্গে বাস।
কলম আছে , সাদা পাতা আছে –
নেই সেই আবেগ,
নেই সেই অনুভূতি।

কাব্যের পাতায় পাতায় নীরব দীর্ঘশ্বাস।
ক্লান্তির শয্যায় মাদকাসক্ত চোখের ঘোলাটে
আহ্বান।
বিমূঢ় হয়ে যাই।
মূক হয়ে যাই।
বিচিত্র শ্রেণীবিন্যাস-
শ্রেণী সংগ্রাম আজ শ্মশানের পথে ছাই ভস্মের
আকারে শীতল জল ছিটানোর অপেক্ষা করে।

কাব্য মুখ ফেরায়ে চলে,
শব্দের দল খেলে লুকোচুরি –
অসহ্য দহনে দগ্ধীভূত শব্দসৈনিক কথা আর কাব্যের উঠোনে বাঁচতে চায়।
আঙিনার এক কোণে কাকেরা উচ্ছিষ্ট বিতরণে
ব্যস্ত হয়।

দোয়েল শিষ দেয় আপনমনে,
শালিকের দল বড় চঞ্চল।
বাজারের থলে আছে, নেই আনাচ।
কবি ভাবতে বসে শ্মশ্রু মন্ডিত শাস্ত্র বহির্ভূত
নস্টালজিয়ায় ভোগে।
বাউলের একতারার সুর মিলিয়ে যায় দূর বনের
গহন অন্ধকারে।
প্রকৃতি মুখ ফেরায়ে নেয়।

সংসারহীন মানুষের মনে শোকের আগুন আছে,
শূন্য শ্মশানে আমার কাব্য শবদেহের সাথে
অতিপ্রাকৃত হয়ে ওঠে।
আমার প্রচ্ছদপট সাদামাটা।
ঘর্মাক্ত অন্তর উত্তেজিত হয়।
একটুখানি আদর,
একটুখানি ভালোবাসা আজ দামি অনেক।

বাসব রায়
০১/০৩/২০১৭