যদি হতাম তোমার মতন

Photo of author

By Reshma Akter

আমি যদি তোমার মতন মেঘ হতাম
কেউ কাঁদাতে পারতো না আমায়
কালো কালো জমাট বাঁধা ব্যথাগুলো
উড়িয়ে নিয়ে যেতো উত্তুরে হাওয়ায়।
আর আমি এক দুঃখ বিলাসী রামধনু হয়ে
পাখিদের ডানায় ছড়াতাম আবীর, রঙ
ঠিক তোমার মতন।
আর, আমি যদি তোমার মতন পাখি হতাম
গান শুনিয়ে ভুলিয়ে দিতাম, ছুঁয়ে দিতাম খানিক
বন্দী হতাম না কারো মনের খাঁচায়
দানা খেয়ে উড়ে যেতাম দূরে, বহু দূরে
কাঁদাতাম তোমায়, শেখাতাম প্রেম কাকে বলে।
মরে গিয়ে আমিও হতাম অমর, অবিনশ্বর।
ঠিক তোমার মতন।
শুধু, আমি যদি হতাম তোমার মতন
ভুলে যেতাম, সত্যিই ভুলে যেতাম
তোমার ও মূক মুখরতা, তোমার ছবি, গান,
করতাম না অহর্নিশ লালন, যতন।
ভালো না বেসে বেসে হতাম যক্ষের মত কৃপণ।
ঠিক তোমারই মতন!


~রেশমা আক্তার