Select Page

জীবনের ছায়াপথে

জীবনের ছায়াপথে

বিষন্ন এ শহরে কঠিন সময়ে
জীবনের ছায়াপথে কখনো কখনো
নেমে আসে আকাশভাঙা কষ্ট।
স্বপ্নেরা পালিয়ে বেড়ায় সে সময়
আশারাও হতাশার বানী শুনিয়ে
চলে যায় সংগোপনে।
দ্বিধা আর চিন্তারা
খেলা করে মনের আঙিনায়।
ভুল হিসেবগুলো কেন জানি
বার বার উঁকি দেয় খোলা জানালায়।
আগের দিন, আগের সময় সত্যিই কি ভালো ছিলো!
নাকি মিছে স্বপ্নে বিভোর দিনযাপন।

সেই সময়ের সাহসী পদক্ষেপ
সংগ্রামী অনুভুতিগুলো আজ কোথায়!
আজ কেন দেখা নেই সেই
একসাথে পথচলা প্রিয় মুখগুলোর।
হতাশা ও আশার মাঝেই জেগে উঠে
এক নতুন আলো
সেই আলোর আলিংগনে মুখরিত
এক ভোর দেখি
নতুন করে নিজেকে অবলোকন করি
সাহস করেই নতুনকে অবগাহন করি
এরই নাম কি নতুন অধ্যায়
জীবন বইয়ের নতুন পৃষ্ঠা।

~অলিউর রহমান খান