icche kore shudhu tomay valobashte

ইচ্ছে করে তোমার সাথে
গহীন বনে
হাত মিলিয়ে হাঁটতে।

ইচ্ছে করে তোমায় নিয়ে
পথের বাঁকে
মন উড়িয়ে হাসতে।

ইচ্ছে করে তোমায় নিয়ে
নগ্ন পায়ে
শিশির ঘাসে হাঁটতে।

ইচ্ছে করে তোমার চোখে
চোখ মিলিয়ে
মনের কথা বলতে।

ইচ্ছে করে তোমায় নিয়ে
সাগর পাড়ে
ঢেউয়ের দোলায় ভাসতে।

ইচ্ছে করে তোমার হয়ে
মেঘের ভেলায়
মেঘ বালিকা সাজতে।

ইচ্ছে করে
ইচ্ছে করে
আর ইচ্ছে করে
মন রাঙিয়ে
শুধু তোমায় ভালোবাসতে।

লীনা ফারজানা
৭ জানুয়ারি,২০২২
সময় ৭:১৫ মিনিট