I love to fly

উড়তে আমি ভালোবাসি
উড়ি আমি সদা।
বসলে আবার ইচ্ছে জাগে
কেনো বসা অযথা।
ডালি উপচে ভেসে ওঠে
আমার সূক্ষ্ম বাসনা।
কখন পাবো তার দেখা
ভুলবে আমার অনুশোচনা।
ডানা প্রসারিত বল বাড়ন্ত
এখন দেখ উড়ন্ত।
সীমাহীন গগনে কোন স্থানে
জিজ্ঞেস করি কাকে।
কেন আজ উদাসী হাওয়ায়
মেঘে দের আনাগোনা।
তাঁরা মুক্তির অপেক্ষায় রত
জানাতে মনের ব্যথা।
হৃদয় ভরা প্রেমের গাঁথা
নিবেদনে গোপন কথা।
তাঁরামন্ডলে প্রস্ফুটিত ফুলের রেখা
রেণু মিলন ভাগ্যলেখা।
গগন ভুলে গড়ে উঠলো
ছোট্ট ভাবনার কূল।
এই কূলে আসলো শেষে
জীবন চক্রের অকথিত ভুল।